গোয়াইনঘাট প্রতিনিধি : ‘আমরা অন্য চাই, বস্ত্র চাই, কর্ম চাই, বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান’ এ স্লোগানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ কর্মবিরতি পালন করেছেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের প্রধান ফটকে শনিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
কর্মবিরতি পালনকালে মিটার রিডার পরিমলের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অবিলম্বে তাদের সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
Leave a Reply