গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে যুবলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর ক্যাম্পাসে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আরো অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রেহান উদ্দিন, থানার ওসি দেলওয়ার হোসেন, ওসি তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সালেহ আহমদ, মুজিবুর রহমান, কামাল হোসাইন, আব্দুল কাদির জিলানী, সোহান দে, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, ডা খায়রুল বাসার, ডা আব্দুল কাদির, ডা আব্দুল হান্নান, ডা কামাল হোসেন প্রমুখ।
Leave a Reply