গোয়াইনঘাট প্রতিনিধি : ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল কাশেম ভূঞার সভাপতিত্বে ও অফিস সহায়ক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার, লোকমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মিনহাজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসন।
Leave a Reply