সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে পুলিশ হামলা ও লাঠিচার্জ করেছে।
এতে জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মো সুহেল আহমদ ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক ওয়ারিছ উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এমন অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিচ্ছে, হামলা করছে, নেতা-কর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply