গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরষিদ চেয়ারম্যানের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে বিশেষ ভিজিএফের আওতায় বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, তোয়াকুল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে বিশেষ ভিজিএফের আওতায় ৩৬৮ বস্তা চাল বরাদ্দ দেয়া হয়; কিন্তু বুধবার উপজেলা খাদ্য গুদাম হতে চেয়ারম্যান খালেদ আহমদ ৩৫২ বস্তা চাল গ্রহণ করেন। তবে খাদ্য গুদামের খাতাপত্রে ৩৬৮ বস্ত চাল গ্রহণ করা হয়েছে বলে লিপিবদ্ধ করা হয়।
পরদিন সকাল ১০টায় ইউপি সদস্যরা চেয়ারম্যানের কাছে অবশিষ্ট ১৬ বস্তা চালের হদিস জানতে চাইলে তার সাথে তাদের কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী ইউপি সদস্যদের সাথে মিলে চেয়ারম্যানকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সৈয়দ আমিনুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিকেল ৩টায় ১৬ বস্তা চাল গুদাম হতে নিয়ে এসে ইউপি সদস্যদের জিম্মায় ইউপি কার্যালয়ের একটি কক্ষে রেখে দেয়া হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা ৭টায় স্থানীয় বাজারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে চেয়ারম্যান খালেদ আহমদ জানান, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা একদিনের মধ্যে তৈরি করায় কিছুটা ভুল হয়েছে। তা সংশোধনের জন্য প্রেরণ করেছি। চাল আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ঘটনা সাজিয়েছে।’
Leave a Reply