গোয়াইনঘাট প্রতিনিধি : বজ্রপাত মোকাবেলায় গোয়াইনঘাটে তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আলীরগাঁও ইউনিয়নের নয়াখেলে গুচ্ছগ্রাম রাস্তায় প্রায় ৫শ তালের বীজ রোপণ করা হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মর্কতা আনিছুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খামার বাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালাক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মো আবুল হাসিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে তালের বীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান, উপ পরিচালক মো আবুল হাসেম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাশ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন চন্দ্র রায় ও ফেঞ্চুগঞ্চ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র।
Leave a Reply