সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ইউনিট থেকে সদস্য প্রার্থী বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদের সভাপতি মো ইসলাম আলী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হাসান, ইউনিয়ন পরিষদ সদস্য ঈসা, বদরুল আলম, ফখর উদ্দিন, এখলাছুর রহমান, ছোয়াব আলী, গউস উদ্দিন, ইসলাম উদ্দিন, মীর হোসেন আমির, ফখর উদ্দিন, মহিলা সদস্য হাজিরা বেগম, অমিতা খাতিয়ানি, ছুফিয়া মঞ্জুর, মুরুব্বি হোসেন আহমদ মানিক, জমশেদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ফরিদ আহমদ শামীম, ব্যবসায়ী মছব্বির মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। ইউনিয়ন পরিষদের সচিব মন্তাজ আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বাংলার মাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো হানিফ, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আব্দুল প্রমুখ।
Leave a Reply