গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে জামাতার বাড়ির লোকজনের হামলায় শ্বশুর নিহত হবার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে।
নিহত আতাউর রহমান আতাইর মেয়ে ফাহিমা বেগম মামলাটি দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চারিগ্রাম হাওরের আতাউর রহমানের জামাতা মোখলেছুর রহমান স্ত্রী সহ ৮/৯ মাস ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। রবিবার বিকেলে মোখলেছুর রহমানের স্বজনরা তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে এলে তিনি যেতে অনীহা প্রকাশ করেন। এক পর্যায়ে তার স্বজনরা তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার শ্বশুর আতাউর রহমান ও তার মেয়ে ফাহিমা বেগমের সাথে মোখলেছুর রহমানের স্বজনদের কথা কাটাকাটি হয়। এ সময় মোখলেছুর রহমানের স্বজনরা আতাউর রহমানকে মারপটি করেন। এতে গুরুতর আহত আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চারিগ্রাম হাওরের বাসিন্দা নাসির উদ্দিন, তাজ উদ্দিন এবং কাঁঠালকুড়ি কান্দি গ্রামের আব্দুল কাইয়ুম ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply