‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এই স্লোগানকে নিয়ে গোয়াইনঘাট উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদফতর এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১১টায় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে ও ন্যাশনাল সার্ভিসের যুবা এনির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ ও যুগ্ম সম্পাদক মো করিম মাহমুদ লিমন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, মাহবুব আহমেদ, খালেদ আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলী হোসেন, ন্যাশনাল সার্ভিসের সার্ভিস সুপারভাইজার ইলিয়াস আকরাম, ইউনিয়নপেরিষদ সদস্য শাহ আলম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক প্রমুখ।
Leave a Reply