গোয়াইনঘাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে শোক মিছিল, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ রবিবার বিকেল ৩টায় এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা সদরের শহীদ মিনার চত্বর থেকে শোক মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদমিনার প্রাঙ্গণে এসে মানববন্ধনে মিলিত হয়।
ছাত্রলীগ নেতা এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে এবং আব্দুল মনসুর ডালিম ও গোলাম আজাদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের রুস্তমপুর ইউনিয়ন নেতা জসিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন নেতা ফয়সল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন নেতা দিলীপ শর্মা, লেংগুড়া ইউনিয়ন নেতা আবুল হোসেন, আলীরগাঁও ইউনিয়ন নেতা শহীদ আহমদ, ফতেহপুর ইউনিয়ন নেতা সাফওয়ান আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন নেতা তমিজুর রহমান, তোয়াকুল ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন, ডৌবাড়ি ইউনিয়ন নেতা আবু তায়েফ, আইনুল হক, মোসাদ্দিক কিবরিয়া মাহদি, ছদরুল ইসলাম, মতিউর রহমান, তাজ উদ্দিন, আশফাকুল আলম সবুজ, রুবেল আহমদ, গোলাম রেজওয়ান রাজিব, শামিম আহমদ, সাজন আহমদ, ওয়াহিদ মামুন, সাহাদ উদ্দিন, পলাশ ভদ্র, প্রমেশ, গোলাম সারোয়ার, আসাদুজ্জামান আসাদ, ইনসাদ হোসেন রাজিব প্রমুখ।
Leave a Reply