গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের সহযোগিতায় ‘গ্রাম আদালত সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর রবিউল আওয়াল নাসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ডা কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট কো অর্ডিনেটর মিজানুর রহমান, গ্রাম আদালতের উপজেলা কো অর্ডিনেটর শহিদুর রহমান ও এফআইভিডিবির কো অর্ডিনেটর নিহার রঞ্জন।
Leave a Reply