গোয়াইনঘাট,প্রতিনিধি : গ্রাম আদালত সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন ইউনিয়নে ‘অল্প সময়ে সল্প খরচে বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও ভিডিও পর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার, ইউরোপিয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের সহযোগিতায় উপজেলার আলীরগাঁও, ডৌবাড়ী, ফতেহপুর, তোয়াক্কুল, পূর্ব জাফলং ও লেঙ্গুড়া ইউনিয়নে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এছাড়া গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply