নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি ভূমি ও খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার সকালে সিলেট-তামাবিল সড়ক সংলগ্ন বাগেরসড়ক খাগড়া মৌজার বিপুল সংখ্যক নারী-পুরুষ-শিশু এ কর্মসূচিতে অংশ নেন।
এলাকার মুরব্বি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবনেতা ফয়জুল হাসান বুলবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তারা তাদের চলাচলের পথ, খেলার মাঠ ও মাছ শিকারের খাল রক্ষার দাবি জানান।
এলাকাবাসী অভিযোগ করেন, এলাকার অতি প্রয়োজনীয় সরকারি সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে। এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতকারী সরকারি ভূমি ও এলাকার স্বার্থে স্বেচ্ছায় দান করা ভূমি ভূমিখেকো চক্রের হাতে তুলে দিতে সক্রিয়। ভূমিখেকো চক্র সরকারি গোচারণ ভূমি ও খেলার মাঠে কাঁটাতারের বেড়া দিয়ে এবং খালের মুখ ভরাট করে নৌপথ বন্ধ করে দিয়েছে।
তারা আরো অভিযোগ করেন, ড আব্দুল মঈন স্থানীয় দালাল নিজাম মিয়া, তজম্মুল মেম্বার, জাকারিয়া ও আব্বাস আলীকে নিয়ে সরকারী ভূমি দখলের চেষ্টা করছেন। এর প্রতিবাদ করায় প্রতিবাদকারীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে ভূমিরক্ষার আন্দোলনে নেতৃত্বদানকারী ১৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রামবাসীকে হয়রানি না করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাফর আলী, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, ইয়াসিন আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আবুল কালাম, ইয়াছিন আলী, সফর আলী, আবুল কালাম, শাহ আলম, আলফাস, লুদাই, ফয়জুল হক কালা, আব্দুল করীম, আব্দুল আজিজ, সাবেক মহিলা মেম্বার বিপুলা রানী, শরৎ নমঃ, রজনী নমঃ, সিদ্দেক আলী, কালীচরন নমঃ, আফতাব উদ্দিন, আব্দুল করীম, মনফর আলী, সুভাস বিশ্বাস প্রমুখ।
Leave a Reply