গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৪৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা মিলানায়তনে এসব সরকারি সার, বীজ ও কীটনাশক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এম আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, কৃষিবিদ জয়নুল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আলী হোসেন ও ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন। পরিচালনায় ছিলেন কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়।
Leave a Reply