আলী হোসেন, গোয়াইনঘাট : গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক সংলগ্ন খাজা বিক্স ফিল্ডে ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ব্রিক্স ফিল্ডের স্বত্বাধিকারী সালেহ আহমদ ও আলীম উদ্দিন এবং ব্যবস্থাপক কাওছার আহমদ সহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও ব্রিক্স ফিল্ড মালিকরা পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন।
ইসলামী ব্যাংক সিলেট শাখার কর্মকর্তা ও ভাইস চেয়ারম্যন মো সরওয়ার হোসেন জানান, খাজা ব্রিক্স ফিল্ডে ইসলামী ব্যাংক সিলেট শাখার দেড় কোটি টাকা ঋণ রয়েছে। এই ঋণ আদায়ের জন্য সকাল ১০টায় ব্যাংক কর্মকর্তা মো ওয়াহিদুজ্জামান ও মো আহসান আলীকে সাথে নিয়ে তিনি ব্রিক্স ফিল্ডে উপস্থিত হন।
এসময় খাজা ব্রিক্স ফিল্ডের ব্যবস্থাপক কাওসার আহমদ ঋণ পরিশোধ নিয়ে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
তর্কাতর্কির পর ইসলামী ব্যাংক কর্মকর্তারা একটি লেগুনা যোগে সিলেটের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন; কিন্তু হরিপুর এলাকায় খাজা ব্রিক ফিল্ড মালিক পক্ষ তদের গাড়ির গতিরোধ করে ব্রিক্স ফিল্ডে ফিরিয়ে নিয়ে এসে সকলে মিলে তাদের উপর আক্রমণ চালান। তবে একজন কর্মকর্তা কৌশলে পালিয়ে গিয়ে সিলেটে ব্যাংক কার্যালয়ে খবর দেয়। পরবর্তী সময়ে র্যাব ও গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্বার করে।
অপরদিকে খাজা ব্রিক্স ফিল্ডের মালিক সালেহ আহমদ জানান, তাদের ব্যবস্থাপক কাওসার আহমদ তাকে মোবাইল ফোনে জানান, অপরিচিত ৩ জন লোক ব্রিক্স ফিল্ডের সকল প্রয়োজনীয় খাতাপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি তখন সিলেট মহানগরীতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সাথে সথে ব্রিক্স ফিল্ডের উদ্দেশ্যে তিনি রওয়ানা হন এবং সেখানে পৌঁছে কর্মচারীদের সহযোগিতায় তাদেরকে আটক করেন।
তিনি আরো জানান, খাজা ব্রিক্স ফিল্ডের মালিকানা নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এই সুযোগে ইসলামী ব্যাংক কর্মকর্তারা প্রয়োজনীয় সকল কাগজাদি নিয়ে যাবার চেষ্টা করেন।
গোয়াইনঘাট থানার এসআই সমিরন চন্দ্র দাস জানান, এ ঘটনার খবর পেয়ে খাজা ব্রিক্স ফিল্ড থেকে ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তাকে তিনি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে গোয়াইনঘাট থানায় আনা হয়েছে।
Leave a Reply