গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়ইনঘাট উপজেলা জুড়ে প্রচুর পুকুর, খাল, বিল ও হাওর। এসব জলাশয়ে পানিতে ডুবে প্রতিবছর অনেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটছে বাল্য বিয়ের ঘটনাও। এসব ঘটনাকে সামাজিক ব্যাধি হিসাবে দেখা হচ্ছে। এসব ঘটনা হ্রাসে সামাজিক সচেতনা তৈরি প্রয়োজন। গণসচেতনতাই পারে এই অঞ্চলের পানিতে ডুবে শিশুমৃত্যু ও বাল্যবিয়ে প্রতিরোধ করতে।
বৃহস্পতিবার ঢাকার আহসানিয়া মিশনের উদ্যোগে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এই অভিমত ব্যক্ত হয়।
দুপুর ১২টায় প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও আহসানিয়া মিশনের সিলেট জেলা সমন্বয়ক ইব্রাহিম খলীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। বক্তব্য রাখেন শংকর পদ পাল, দেবব্রত ভট্টাচার্য, আব্দুল মালিক. মিনহাজ উদ্দিন, মো আলী হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবেন দাশ, শিক্ষক আব্দুল হক, আব্দুল মতিন, সফিকুর রহমান, আমিনা বেগম, সুভাষ চন্দ্র পাল, আখলাকুল আম্বিয়া, শামীম আহমদ, আফতাব উদ্দিন, ইমাম উদ্দিন প্রমুখ।
Leave a Reply