গোয়াইনঘাটে ইসিএ জোন ও ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও বলগেট জাহাজ চলাচল বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসী মঙ্গলবার বিকেলে বাংলাবাজার মুকিতলায় গোয়াইন নদীর পারে এ কর্মসূচি পালিত করেন।
এ সময় বক্তব্য রাখেন, এলাকার মুরব্বি ও ইউপি সদস্য ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন, আবদুল জলিল, নূর আহমদ, মকলিস আহমদ, আজমত উল্লাহ, আবদুল আজিজ, মোক্তার আহমদ, আবদুল হান্নান, আব্দুস শহীদ প্রমুখ।
তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জমিজমা ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। এই ভাঙ্গন আরও তীব্র হচ্ছে বলগেট চলাচলের কারণে। ইসিএ জোন এলাকায় ইজারাবিহনীভাবে বালু তোলার ব্যাপারে প্রশাসন নীরব রয়েছে।
তারা বলেন, প্রশাসনকে বারবার অবগত করার পরও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে, দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর একই বিষয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়।
এতে বলা হয়, উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গোয়াইন নদীর তীরবর্তী পূর্ণানগর হতে বুধিগাঁও পর্যন্ত গ্রামগুলোতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে; কিন্তু পশ্চিম আলীরগাঁও ও জাফলংয়ে কার্যত কোনো বালু মহাল নেই। সরকার ইজারাও দেয়নি। এরপরও এই এলাকা থেকে ড্রেজার লাগিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। এর সঙ্গে বড় বড় বলগেট ও বড় নৌকা অতিরিক্ত বোঝাই করে চলাচল করায় ঢেউয়ে ভাঙ্গনে গ্রামটি বিলীনের মুখে পড়েছে। দ্রুত এসব জাহাজ ও নৌকা চলাচল এবং বালু উত্তোলন বন্ধ করতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply