গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জেলা অটোটেম্পু ইমা-লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার গোয়াইনঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর আলম সভাপতি ও বদরুল ইসলাম কুটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোটাররা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন। সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সহ সভাপতি রায়হান মিয়া, কোষাধ্যক্ষ বিলাল উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলওয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।
Leave a Reply