দক্ষিণ সুরমার সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি ও গার্লস হাই স্কুলে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের পক্ষ থেকে দেয়া বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, পিডিজি রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, ডিজিই রোটারিয়ান আতাউর রহমান পীর, পিপি রোটারিয়ান মনির উদ্দিন চৌধুরী, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, প্রিন্সিপাল সারওয়ার হোসাইন, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান নেছারুল হক বোস্তান ও রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তফাদার।
Leave a Reply