নিজস্ব প্রতিবেদক : ‘বই মানুষকে দেয় শিক্ষা সমাজকে দেয় সমৃদ্ধি’ এ স্লোগান নিয়ে সিলেটে ‘গোল্ডেন প্লাস’ প্রাথমিক শিক্ষা সমাপনী টেস্ট পেপারসের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরী জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে বন্ধু লাইব্রেরী অ্যান্ড পাবলিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি আহমেদুল কিবরিয়া বকুল, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সোবহান খান। স্বাগত বক্তব্য রাখেন বন্ধু লাইব্রেরী অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল লাইব্রেরীর স্বত্বাধিকারী এহসানুল হক তাহের।
বক্তারা এই বইটিকে অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীদের পরম সহায়ক বলে উল্লেখ করেন।
Leave a Reply