নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরীকে শনিবার তার গ্রাম রনকেলি উত্তর বড়বাড়ির পঞ্চায়েতি কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে গোলাপগঞ্জ এম সি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে সিরাজুল জব্বার চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী।
নামাজে জানাজার আগে সিরাজুল জব্বার চৌধুরীর মরদেহ নেয়া হয় তার সর্বশেষ কর্মস্থল গোলাপগঞ্জ পৌরসভা কার্যালয়ে। সেখানে পৌর কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ প্রিয় নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply