নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলা এলাকা হতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হত্যামামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গত ২৪ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোস্তাকিম মিয়া নামে একজনকে তার শয়নকক্ষে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় মোস্তাকিম মিয়ারে মা বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলার সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্প হবিগঞ্জ যৌথভাবে অভিযানে নামে।
অভিযানে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর/২০ অগ্রহায়ণ দুপুর পৌণে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে এ হত্যামামলার প্রধান পলাতক আসামি রায়হান উদ্দিনকে (২২, পিতা আব্দুল খালিক, পুরানগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করা হয় ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী