সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ৮ হাজার ২০০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ২ হাজার ২০০ টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার, ৪ জুলাই মধ্যরাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায় সিলেট থেকে গোলাপগঞ্জগামী একটি সাদা রঙয়ের প্রাইভেট কার আটক করে।
পরে কারযাত্রী বিদেশগামী পুলিশের দাবি অনুযায়ী ’মাদক ব্যবসায়ী’ এনাম আহমদ (৪৫, পিতা মৃত নানু মিয়া, বলদি, দক্ষিণ সুরমা, সিলেট) ও তার ঘনিষ্ঠ সহযোগী সিরাতুল আম্বিয়া টিপুর (৪০, পিতা মৃত ইয়াছির মিয়া ওরফে আব্দুল হক, ঝর্ণা-৩০, কুমারপাড়া, সিলেট) হেফাজত থেকে ৪১টি পলিপ্যাকের ভিতরে রক্ষিত ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের উল্লেখিত ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ের নগদ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক ব্যবসা ও পরিবহনের কাজে ব্যবহৃত সাদা রঙয়ের প্রাইভেট কারটিও আটক করা হয়।
পরবর্তী সময়ে এনাম আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের এক সহযোগী ফজর আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়া ভারত থেকে মাদকের চালান সংগ্রহ করে থাকে।
এনাম আহমদ ও তার সহযোগীরা ইতঃপূর্বে একাধিকবার ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটের চালানসহ সিলেট মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয়; কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে যায়।
এনাম আহমদের বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানা ও শাহপরাণ (র) থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply