নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার, ১৪ অক্টোবর শেষ রাত পৌণে ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ দেওপাড়া গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে এনু মিয়াকে গ্রেফতার করে।
পরে তার বসতঘরের শয়নকক্ষে কাঠের আলমারীর ভিতর হতে ৩৪ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস’ মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply