নিজস্ব প্রতিবেদক : প্রবল বর্ষণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টিলা ধ্বসে একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটে।
গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক অজামিল চন্দ্র নাথ জানান, উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ, চক্রবর্তীপাড়া, মুন্সিপাড়া, দক্ষিণভাগ দেওপাড়া, দক্ষিণভাগ পুরানপাড়া ও নিলামপাড়া, ভাদেশ্বর ইউনিয়নের নালিউড়ি, ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিনারপাড়া ও আমুরা ইউনিয়নের নালিবাড়িতে টিলা ধ্বসে পড়ে।
এরমধ্যে শুকবার দিনগত রাতে লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তীপাড়ায় টিলা ধ্বসে মারা যান এনজিও আশার মাঠকর্মী ও শিক্ষার্থী অপুরুদ্র পাল (২৭)। আহত হন তার ভাই পাপ্পুরুদ্র পাল (২৫)। অন্যান্য এলাকায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।
সিলেট জেলা প্রশাসন থেকে অপুরুদ্র পালের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply