সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় ৭ দিনব্যাপী কৃষি (নার্সারি) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে কর্মশালা উদ্বোধন করা হয়।
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব) ২০২২-২০২৩ এর আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হানিফ খান, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদ, সহসভাপতি ছালেহা বেগম এবং পরিচালক ও প্রশিক্ষক সুফিয়ান জালালী।
আরও বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী মো আলমগীর হোসেন, মুন্নি বেগম ও ডলি বেগম।
কর্মশালায় চারা বপন, কলম তৈরি ও বিপণন সম্পর্কে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। নার্সারি একটি লাভজনক ক্ষেত্র এবং এমন একটি ব্যবসা, যেখানে কখনও লোকসান হয় না।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply