দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলটি চৌমোহনীর মার্ভেলাস টাওয়ারের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর ম্যানশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হেলালুজ্জামান হেলাল। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, বিএনপি নেতা তামিম ইয়াহিয়া আহমদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল খালিক, উপজেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম, আনহার উদ্দিন, রুহেল আহমদ, প্রথম যুগ্মসাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, পৌর বিএনপির প্রথম যুগ্মসাধারণ সম্পাদক কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী জামিল, যুগ্মসাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ও এসএম আশরাফ বাদল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply