নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হয়েছে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল খাতে। করোনা দুর্যোগকালেও নানামুখী উন্নয়ন থেমে নেই।
বুধবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একসঙ্গে ৪০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীর, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এর আগে নুরুল ইসলাম নাহিদ ৮ কোটি টাকা ব্যয়ে বাঘা বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন।
Leave a Reply