বারাকা পতেঙ্গা পাওয়ায় লিমিটেডের পরিচালক, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি, আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর শাফী এলিম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে।
তিনি আরও বলেছেন, শিক্ষাক্ষেত্রে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দায়িত্ব নিতে হবে, যাতে বর্তমান প্রজন্ম কোনভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
মঞ্জুর শাফী চৌধুরী শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরী গ্রামে সফর আলী আদর্শ প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিশিষ্ট মুরব্বি ইজ্জাদ আলীর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা শিক্ষক এসোসিয়েশনের সেক্রেটারি মাহবুবুর রহমান শিবলু ও দক্ষিণ সুরমা ডি ইউ কলেজের ছাত্র আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেফট্যানেন্ট কর্নেল একলিম আবেদিন মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুর্শেদ আলম চৌধুরী রিপন, সাবেক ছাত্রনেতা খায়রুল হক, ভাদেশ্বর মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সফর আলী আদর্শ প্রথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী এম ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মো ইমাদ উদ্দীন নাসিরী ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply