সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কাছে এলাকাবাসী এই স্মারকলিপি দেন।
এতে উল্লেখ করা হয়েছে, উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আওতাধীন উত্তর আলমপুর, কেওটকোনা, দক্ষিণ আলমপুর, কোনাগাঁও ও কুলিয়াসহ কয়েকটি গ্রামের একমাত্র যোগাযোগের এ রাস্তা বিলুপ্ত হওয়ার উপক্রম। রাস্তাটি উত্তর আলমপুর থেকে ভাদেশ্বর ইউনিয়নের আওতাধীন মাসুরা গ্রামের খুশীদের খেয়াঘাট হয়ে ভাদেশ্বর মোকাম বাজারের সাথে সংযুক্ত হয়েছে। এ রাস্তার উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পশ্চিম পার থেকে শুরু রাস্তার পার্শ্ববর্তী খাল ভাদেশ্বর ইউনিয়নের আওতাধীন কুড়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। বর্ষা মৌসুমে খালের পানির স্রোতের কারণে রাস্তাটি ভাঙতে ভাঙতে প্রায় ৭৫% ভাগ খালের পেটে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর একমাত্র যোগাযোগের রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর পূর্ব তীরে রাকুয়ার বাজারে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্র, ১ নম্বর বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় ও কুশিয়ারা ডিগ্রি কলেজে যেতে হয়। বৃহত্তর বাগলা, কেওটকোনা, বাদেপাশা, দক্ষিণ আলমপুর ও সুপাটেক সহ কয়েকটি গ্রামের মানুষ একমাত্র এই রাস্তা দিয়ে শহরে যাতায়াত করেন।
এছাড়াও ভাদেশ্বর মডেল মাদরাসা, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা, ভাদেশ্বর নাছির উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ ও ভাদেশ্বর মহিলা কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র অবলম্বন রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হাফিজ গৌছ উদ্দিন, সাকের উদ্দিন, সালেহ আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply