সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাচ্চু আহমদ (৩৫) হত্যামামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার হয়েছে।
রবিবার, ১২ মে (২৯ বৈশাখ) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মামলার এজাহারনামীয় আসামি দত্তরাইল গ্রামের শামছুল আরফিন রনি (৩০, পিতা তোয়াইদ আলী), তোয়াইদ আলী (৫৫, পিতা মৃত তমরেজ আলী), মিনহাজ আহমদ (৩৮, পিতা আব্দুল মতিন), হাসনা বেগম (৪৫, স্বামী তোয়াইদ আলী) ও লিজি বেগমকে (২৫, স্বামী শামছুল আরফিন রনি) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিরা পূর্ব বিরোধের জের ধরে গত ১১ মে বিকাল অনুমান পৌণে ৪টায় একই গ্রামের বাচ্চু আহমদকে (৩৫, পিতা আকদ্দছ আলী) পরিকল্পিতভাবে পথরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু আহমেদকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply