নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
সরকার ও দলীয় প্রধানের পক্ষে ত্রাণ বিতরণ করেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply