সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে গোলাপগঞ্জ মডেল থানা মিলনায়তনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও মটরযান আইন সম্পর্কে চালক/ শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, ট্রাফিক বিভাগের টিআই এনামুল হক, আব্দুল মুকিত, হাবিবুর রহমান এবং পৌর এলাকার সড়ক পরিবহণ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, চালক ও সহকারীরা।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও দুর্ঘটনাকালে হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply