বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম গোলাপগঞ্জ উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
তিনি শনিবার উপজেলার বাদেপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পানিবন্দি ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বিনা ভোটের সরকার লুটপাটে ব্যস্ত। সিলেটের মানুষ এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি অবস্থায় আছে; কিন্তু এখনও সরকারের নিকট থেকে কেউ ত্রাণ সহায়তা পায়নি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক উপজেলা আহবায়ক ডা আব্দুল গফুর, সাবেক পৌর সভাপতি মো হাসান ইমাদ, উপজেলা যুগ্মসম্পাদক আমীন উদ্দিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক সৈয়দ সারোয়ার রেজা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লুকুস আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, যুবদলের উপজেলা যুগ্মআহবায়ক আজিজুর রহমান, পৌর যুগ্মআহবায়ক নূরুজ্জামান জুবেল প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply