নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিখোঁজ এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামের আবদুর রবের মেয়ে আরিফা বেগম (০৭) রবিবার, ৯ এপ্রিল বিকেল ৩ টার দিকে গ্রামের মসজিদে আরবি পড়তে যাবে বলে বাসা থেকে বের হয়; কিন্তু আর বাড়ি ফিরে আসেনি।
তাই আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন; কিন্তু কোথাও না পেয়ে পাড়া-প্রতিবেশীসহ পাশের নদীতে খুঁজতে নামেন।
এক পর্যায়ে কাছেই দু’টি নৌকার নিচে মৃত অবস্থায় আরিফা বেগমকে পাওয়া যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply