নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল দুপুর দেড়টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খালাতো দুই বোন ফাইজা বেগম (৬) ও তাসকিয়া বেগম (৫) নানার বাড়িতে বেড়াতে এসে উঠানে খেলা করতে করতে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করে শেষপর্যন্ত পুকুরের পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
Leave a Reply