সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কর্মী আফসার আহমদ মৃত্যুতে শোকসভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের উত্তর বাদেপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে শোকসভা ও ছাত্র সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি। সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সোহেল আহমদ রাজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আল ইসলাহর অফিস সম্পাদক হাফিজ মুহাম্মদ সাদ উদ্দিন, সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান ও নির্বাহী সদস্য লাবিবুর রহমান লাভলু। সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল মুকিত, কামরুল ইসলাম সুনাম, শামসুল আলম আপরুল, প্রায়ত আফসার আহমদের পিতা টুনু মিয়া ও বড় ভাই হোসেন আহমদ।
Leave a Reply