জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম, সিলেটের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম, সিলেটের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আমেরিকা প্রবাসী মো লায়েছ উদ্দিন, উদ্যোক্তা সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সনদীপ কুমার রায়, আমেরিকা প্রবাসী মো আতাউর রহমান, সাধারণ সম্পাদক এস এম আব্দুল হাই পীর প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply