গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এ নিয়ে তিনি পরপর দুবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৭৮৯টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল পেয়েছেন ২৯ হাজার ১৭ ভোট। আরেক আলোচিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে মো নাবেদ হোসেন ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হন। অন্য প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো মো লবিবুর রহমান ১৭ হাজার ৫২০, আবু সুফিয়ান মোহাম্মদ আজম ১৫ হাজার ৭৮৮, ফরহাদ আহমদ ১৫ হাজার ৪১৩ ও আকমল হোসেন ৯ হাজার ৫৩৯।
নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সেলিনা আক্তার শিলা ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নার্গিস পারভীন পেয়েছেন ৩১ হাজার ৯৫৭ ভোট।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৩৮৪ জন ও মহিলা ১ লাখ ৩৪ হাজার ১১৮ জন। এছাড়া ২ জন হিজড়া রয়েছেন।
Leave a Reply