নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন পশ্চিমপাড়ার একটি পরিবার নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছে। নিজের বাড়িতে থাকতে ভরসা পাচ্ছেনা। তাই প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন নিরাপত্তারহীনতার উল্লেখ করে এই সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে দাড়িপাতন পশ্চিমপাড়ার সিএনজি অটোরিক্সা চালক বাহাদুর জালালীর ছেলে মঞ্জুর আহমদ অভিযোগ করেন, তাদের বসতবাড়ির জায়গা ও রাস্তার মলিকানা নিয়ে তার চাচাতো ভাই পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনা মিয়াদের সাথে বিরোধের জের ধরে মামলা চলছে। এ অবস্থায় তার পিতা ১৮ অক্টোবর অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হবার সময় হামলার শিকার হন। এতে গুরুতর আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়ের হলে আনা মিয়া, তার ভাই নানু মিয়া ও ভাইয়ের স্ত্রী জুলেখা আদালত থেকে জামিন নিয়ে আসে। তবে জুলেখার স্বামী জিতু মিয়া কারাগারে রয়েছে।
এদিকে আনা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
Leave a Reply