সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের আমেরিকা প্রবাসী ফলিক খানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে।
চন্দরপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে চন্দরপুর সমাজকল্যাণ সংস্থা ৫-৪ গোলে ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকা প্রবাসী ফলিক খান। বিশেষ অতিথি ছিলেন, আমেরিকা প্রবাসী হেলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, চন্দরপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, সালমান কাদের দিপু ও রাদিস আহমদ।
Leave a Reply