নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় খাবারে বিষ মিশিয়ে বাড়ির মানুষকে অজ্ঞান করে ডাকাতির সাথে জড়িত চক্রের ৩ সদস্যকে পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলা সদরের চৌমুহনী এলাকা থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কর্মকর্তারা জানান, গত এক মাসে গোলাপগঞ্জ উপজেলায় রান্নাঘরের জানালা দিয়ে খাবারে বিষ মিশিয়ে দিয়ে পরে গ্রিল কেটে ডাকাতির ৩টি ঘটনা ঘটে। এ সব ঘটনায় বিষক্রিয়ায় মারা যান দাড়িপাতন গ্রামের নাজমা খানম ও ঘোষগাঁওয়ের মুশফিকুর রহমান। এছাড়া বিষক্রিয়ায় অন্তত ১৪ জন আক্রান্ত হয়েছেন।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন, আজিম উদ্দিন ও সরফ উদ্দিনের নিকট থেকে দেশীয় বিভলবার, এলজি, ৫ রাউন্ড গুলি ও চেতনানাশক পাউডার উদ্ধার করা হয়েছে।
Leave a Reply