নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হেলাল মিয়া হত্যামামলার ৬ আসামি ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।
সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের তত্ত্বাবধানে হেলাল মিয়া হত্যামামলার আসামিদের গ্রেফতারে গোলাপগঞ্জ থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এজাহার নামীয় এই আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল কালাম ও আব্দুছ ছালাম, আব্দুছ ছালামের ছেলে সাজ্জাদ হোসেন, রাশেদ আহমদ রাব্বি ও শাকিল আহমদ সাকেল এবং সন্দিগ্ধ আসামি আব্দুল হামিদ কুটু মিয়ার ছেলে জামিল। সবাই গোলাপগঞ্জ উপজেলার পানিয়াগা গ্রামের বাসিন্দা।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান জানান, পানিয়াগা গ্রামের হেলাল মিয়ার সঙ্গে প্রতিবেশীদের জায়গা জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গত ৬ এপ্রিল বিকেল ৩টার দিকে হেলাল মিয়ার খড়ের ঘরে আগুন দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আসামিগণ হেলাল মিয়াকে দা দিয়ে কোপ মারলে তার মাথার খুলি ভেঙ্গে চৌচির হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে বেড খালি না থাকায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় হেলাল মিয়ার স্ত্রী রায়না বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
Leave a Reply