নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ২ হাজার ১৮২ পিস ইয়াবা উদ্ধার ও মো আব্দুল মুতলিব (৫২, পিতা মৃত মেকাই মিয়া, উত্তরকূল, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আব্দুল মুতলিবকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।