নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের বাড়িতে এখন শুধু কান্নার রোল। পবিত্র ঈদুল আজহায় প্রিয়জনদের সাথে যাদের আনন্দ উপভোগের কথা তারা বাড়ি ফিরছেন বিশাদের ছায়ায় যেখানে পরিবারের প্রতিটি মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ড সৈয়দ মকবুল হোসেনের মালিকানাধীন ঐ শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন ২৪ জন। এর মধ্যে ৫ জনই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। অর্থাৎ কারখানা মালিকের এলাকার লোক। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
নিহতরা হলেন সুন্দিশাইল গ্রামের সাইদুর রহমান, হাসান সিদ্দিকী, ওয়ালী হোসেন ও এনামুল হক এবং কানিশাইল গ্রামের রেজওয়ান আহমদ।
ড সৈয়দ মকবুল হোসেনের বাড়িও সুন্দিশাইলে। গ্রামের দরিদ্র প্রায় ৫০ জনকে চাকরি দিয়েছিলেন নিজের কারখানায়। সবাই প্রায় একযুগ ধরে সেখানে কাজ করে পরিবারে মোটামুটি স্বচ্ছলতা নিয়ে এসেছিলেন।
নিহতদের অসহায় পরিবারগুলো এই অবস্থায় সরকারের নিকট সহায়তা প্রত্যাশা করছে।
Leave a Reply