রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ ও রোটারি সিলেট এরিয়ার ৮টি ক্লাবের যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামে বন্যা কবলিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে এই খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় পিডিজি লে কর্নেল (অব) এম আতাউর রহমান পীর বলেন, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার কল্যাণে রোটারিয়ানরা কাজ করেন। পোলিও নির্মূল থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দুর্যোগময় মুহুর্তে রোটারি ক্লাবগুলো মানুষের পাশে দাঁড়ায়।
ইভেন্ট চেয়ারম্যান রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাফিজের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি প্রভাষক রেহান উদ্দিন রায়হান, বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন, রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের প্রেসিডেন্ট শাহিদুল হক সুহেল ও পিপি দেলওয়ার হোসাইন চুন্নু, রোটারি ক্লাব অব ডাউনটাউনের প্রেসিডেন্ট মোস্তফা আহমদ আজাদ, রোটারি ক্লাব অব রোজ গার্ডেনের প্রেসিডেন্ট নজমুল ইসলাম, রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি এস এ শফি, ইউপি সদস্য রাসেল আহমদ তালুকদার ও মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আব্বাস উদ্দিন আফাস ও আব্দুল হক কুদ্দুস।
এলাকার ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply