নিজস্ব প্রতিবেদক : তেল-গ্যাস সমৃদ্ধ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবি আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূরণ না হলে উপজেলাবাসী কঠোর আন্দোলনের পথ বেছে নেবেন।
রবিবার, ৩০ জুন (১৬ আষাঢ়) সিলেট জেলা প্রেসক্লাবে অহুত সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জ উপজেলা জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা এই ঘোষণা দেন।
তারা বলেন, গোলাপগঞ্জ থেকে তেল-গ্যাস সরবরাহ হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করলেও এই উপজেলার ৭৫ ভাগ মানুষই গ্যাস সুবিধা ধেকে বঞ্চিত। অন্যান্য এলাকার মানুষ এখানকার গ্যাস ফিল্ডে কাজের সুযোগ পেলেও যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় লোকজন কাজ পাচ্ছেন না। অন্যদিকে তেল-গ্যাস উত্তোলনের কারণে পানির স্তর নেমে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্যাসফিল্ড সংলগ্ন এলাকার মানুষেরা; কিন্তু প্রতিকার পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গ্যাস ফিল্ডে স্থানীয় লোকজনকে বঞ্চিত করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অস্থানীয়দের নিয়োগ বাতিল করে স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগ ও পানীয় জলের সংকট নিরসনে পর্যাপ্ত পরিমাণে গভীর নলকূপ স্থাপনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হয়। এতে রয়েছে ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২ জুলাই উপজেলার হাট-বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ ও গণসংযোগ, ৬ ও ৭ জুলাই উপজেলাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং ৮ জুলাই গোলাপগঞ্জ গ্যাস প্ল্যান্ট ঘেরাও।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের গোলাপগঞ্জ উপজেলা যুগ্মআহবায়ক আনোয়ার শাহজাহান, নাজিম উদ্দিন, সদস্য সচিব আবদুল লতিফ খান, পৌর কাউন্সিলর ফারুক আলী, জাহির উদ্দিন, মাসুদুর রহামন চৌধুরী ও প্রিন্স বাহার আহমদ চৌধুরী।
Leave a Reply