গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, শিক্ষার্থীদেরকে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির করে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।
তিনি আরও বলেছেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আখতার হোসেন কাওছার প্রবাসে থেকেও স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করে শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বুধবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার কাওছারাবাদ কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ-২০২৩ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্ট ও কাওছারাবাদ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আখতার হোসেন কাওছার লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
কাওছারাবাদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফজাল ছাদিকের সভাপতিত্বে ও প্রভাষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব উদ্দীন জেবুল, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু ও কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব লায়েছ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো জামাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন প্রভাষক ফারজানা ফাতেমা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান খান, ইউপি মেম্বার এনামুল হক আবুল ও কাওছার হোসেন, শিক্ষার্থী হানিফা আক্তার ও মেহেদী হাসান আকাশ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply