নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার ও ওসমানীনগরের পর গোলাপগঞ্জ উপজেলায়ও ভাস্কর্যবিরোধী মাওলানা মামুনুল হক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে ব্যর্থ হলেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগা ময়দানে শেখপুর তরুণ সংঘ আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা ছিল। যথারীতি তিনি এসেও ছিলেন; কিন্তু পুলিশ তাকে মঞ্চে উঠতে না দিয়ে ফেরৎ পাঠিয়ে দেয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশংকা থাকায় মাওলানা মামুনুল হককে ওয়াজ মাহফিলে বক্তৃতা করতে দেওয়া হয়নি।
উল্লেখ, ২১ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার মজলিসে ও ২৬ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদরাসার ইসলামী মহাসম্মেলনে মাওলানা মামুনুল হককে প্রধান অতিথি করা হয়েছি; কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় এবং এলাকাবাসীর বাধার মুখে তিনি কোথাও বক্তব্য রাখতে পারেননি।
Leave a Reply