নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪৪৫ বস্তা ভারতীয় চিনি আটক হয়েছে। গ্রেফতার হয়েছে ৫ জন। এছাড়া একটি পিকআপ ভ্যানও জব্দ হয়েছে।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রবিবার, ১৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ এসআই (নিরস্ত্র) মো আজিজুর রহমানের নেতৃত্বে উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় আমান উল্লাহর (২২, পিতা মৃত আব্দুল হক) ঘর থেকে ৯৮ বস্তা ও গণি মিয়ার (৩৫, পিতা মৃত মুন্সি মিয়া) ঘর থেকে ২৮৯ বস্তা ভারতীয় চিনি আটকসহ দুজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সামসুল হক সুমনের নেতৃত্বে সোমবার, ১৫ জুলাই (৩১ আষাঢ়) ভোরে পুলিশ উপজেলার নিজগ্রাম গেইট নামক স্থানে চেক পোস্ট স্থাপন করে ৫৮ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ডিআই পিকআপ আটক করে।
এ সময় মুসলিম উদ্দিন (২২, পিতা আজিজুর রহমান, ছোটদেশ, কানাইঘাট, সিলেট), জসীম উদ্দিন (৩৮, পিতা আব্দুল খালেক, পাটাহাইজর, শিবনগর, কানাইঘাট, সিলেট) ও আক্তার উদ্দিন (২৪, পিতা মৃত আব্দুল সালাম, ধর্মপুর, কানাইঘাট, সিলেট) এ তিনজনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply